একসঙ্গে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২ ২৯ ডিসেম্বর ২০২২ ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেসতোভিচ জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ইউক্রেনজুড়ে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে কেঁপে উঠেছে গোটা ইউক্রেন। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর দিয়েছেন তিনি। খবর রয়টার্সের। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে— কিয়েভ, জিতোমির এবং ওদেসায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে দিনিপ্রো ও ওদেসা অঞ্চল। ইউক্রেনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার পর দেশটিতে হামলা বাড়িয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন থেকে দখল করা চার অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তবেই কেবল শান্তি আলোচনা সম্ভব। তবে এ দাবি মেনে নিতে চাইছে না কিয়েভ। রয়টার্স বলছে, বুধবার খেরসনের একটি মাতৃসদনেও নিষ্ঠুর হামলা করেছে রাশিয়া। যদিও এতে কেউ হতাহত হয়নি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ১০ মাস পেরিয়েছে এ সংঘাত। তবে কোনো পক্ষই ছাড় দিচ্ছে না। কয়েক দিন আগে ইউক্রেনের কাছ থেকে গণভোটের মাধ্যমে দখল করে নেওয়া রাশিয়ার দোনেৎস্কে আঘাত করেছে ইউক্রেন। এবার ইউক্রেনে নতুন করে আঘাত হেনেছে পুতিনের সেনা দল। SHARES আন্তর্জাতিক বিষয়: