জাপানে পাহাড়ে ৪ বয়স্ক হাইকারের মৃত্যু

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

জাপানের একটি পাহাড়ি পথে রাত কাটানোর পর শনিবার চারজন হাইকারকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানান, উদ্ধারকারীরা শনিবার সকালে তোচিগি অঞ্চলের মাউন্ট আসাহির এক হাজার ৮৯৬ মিটার উঁচু ট্রেইলে দুই পুরুষ ও দুই নারীর মৃতদেহ আবিষ্কার করেছেন।

এর আগে একজন পুরুষ হাইকার ‘হাঁটতে অক্ষম’ বলে শুক্রবার বিকেলে খবর পায় তোচিগি অঞ্চলের নাসু জেলার ফায়ার ডিপার্টমেন্ট। কর্মকর্তা জানিয়েছেন, একজন পর্বতারোহী ফোনে অগ্নিনির্বাপকদের বলেছেন, আরো ‘অনেক’ হাইকার ‘খারাপ আবহাওয়ার কারণে’ আটকা পড়েছেন।

 

শুক্রবার চারজনের জন্য একটি অনুসন্ধান চালানো হয়। কিন্তু প্রবল বাতাসের কারণে তা রাতে স্থগিত করা হয়। পরে শনিবার সকালে আবার অনুসন্ধান শুরু হয়।

সরকারি সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, পুলিশের কাছে একটি পৃথক ফোনে আহত ব্যক্তিকে হাইপোথার্মিয়ায় আক্রান্ত বলে বর্ণনা করা হয়েছে।

এনএইচকে বলেছে, মৃত চারজনের বয়স ৬০ থেকে ৮০ বছরের মধ্যে। একজন নারী ‘পিছলে’ গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : এএফপি