কুমিল্লা-৭ (চান্দিনা) নৌকা প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ।

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

কাজী রাশেদ (কুমিল্লা প্রতিনিধি)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ১০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে নামে বেনামে ৭জন দলীয় প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবস্থান নিয়েছেন তিনজন। তাদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে এগুচ্ছে খোদ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।

নিজের প্রার্থীতার শক্ত অবস্থান জানান দিতে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সমর্থকসহ প্রশাসনের উপর নানা অভিযোগ তুলেছেন তিনি। এমনকি চান্দিনাতে অবাধে প্রচুর অস্ত্র ঢুকেছে বলে দাবী করেন মুনতাকিম আশরাফ। আওয়ামী লীগ সভাপতির মুখ থেকে এমন অভিযোগ পেয়ে নির্বাচনী পরিবেশ ঘোলাটে হচ্ছে বলে মনে করেন ভোটাররা।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান চান্দিনা ফার্মল্যান্ড ও কোল্ড স্টোরেজে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন। এতে তিনি উল্লেখ করেন- অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি প্রতিহিংসার রাজনীতি করে আমাদের নেতা-কর্মীকে হুমকি-ধমকি দিয়ে অসংখ্য লোককে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছেন। বর্তমানে প্রশাসনের লোকজন আমাদের লোকজনকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমার ১% সমর্থিত এক ব্যক্তির স্বাক্ষর যাচাইয়ের নামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিবি পুলিশ সাথে নিয়ে তাকে বিভিন্ন হুমকি ধমকির মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করেছে। যে কারণে অনেকেই তারা ওই স্বাক্ষর অস্বীকার করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ সভাপতির এসব অভিযোগ ভিত্তিহীন ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে দাবী করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও নেতা-কর্মীরা।

এ ব্যাপারে উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার বলেন- ‘উপজেলা আওয়ামী লীগ সভাপতি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেয় কিভাবে? মুনতাকিম আশরাফ আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নানান উস্কানি মূলক কথা বলে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে। টিটু সংবাদ সম্মেলনে বলেছেন, চান্দিনায় অবাধে প্রচুর পরিমান অস্ত্র ঢুকেছে। চান্দিনার কোথায় অস্ত্র আছে সেগুলো নিশ্চয়ই টিটু জানেন। আর তার মাধ্যমে অস্ত্রগুলো উদ্ধার করতে আমি প্রশাসনের কাছে দাবী জানাই।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল জানান, মুনতাকিম আশরাফ টিটু নির্বাচনকে বানচাল করতে এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে জনগণের ও প্রশাসনের কাছে প্রশ্নবিদ্ধ করতে হয়রানির অভিযোগ তুলছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক দ্বারা চান্দিনার কোথাও কোন প্রার্থীর নেতা-কর্মী বা সমর্থক লাঞ্ছিত হওয়ার বিষয়টি যদি টিটু প্রমান করতে না পারেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।

উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু তার মনগড়া বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সারা দেশের সকল স্বতন্ত্র প্রার্থীদের ১% সমর্থকদের যাচাই করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। চান্দিনাতে আরও ২জন স্বতন্ত্র প্রার্থী আছেন তাদেরও ১% সমর্থক যাচাই করা হয়েছে। তারা কেউ এমন কোন অভিযোগ তুলেন নি।