সপ্তাহজুড়ে শীত-বৃষ্টির নতুন তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩
নিজস্ব প্রতি্নিধি

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরের দক্ষিণে অবস্থান করছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

এ ছাড়া, মৌসুমী বায়ুর প্রভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে শীতের তীব্রতা।

ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল নয়টা থেকে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। রাতের তাপমাত্রা কমতে পারে ১-৩ ডিগ্রি সেলসিয়াস।

যা আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে। এরপরের পাঁচদিনও রাতের তাপমাত্রা আরো কমতে পারে।শনিবার সারা দেশের আবহাওয়া শুষ্ক ও রাতের তাপমাত্রা কমতে পারে। রবিবার রাতের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার। দ্বিতীয় সর্বোচ ফরিদপুরে ৫৫ এবং ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।