নতুন আলু পেঁয়াজ উঠলেও দাম চড়া, বেড়েছে ডিমের দাম

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

নিজস্ব প্রতি্নিধি

নতুন আলু ও পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, কিন্তু দাম এখনো বেশ চড়া। সঙ্গে বেড়েছে ডিমের দামও। রাজধানীর খুচরা বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আলুর দাম কেজিতে পাঁচ টাকা এবং ফার্মের ডিম হালিতে পাঁচ টাকা ও ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

নতুন করে দাম বাড়ার জন্য চাহিদার তুলনয় বাজারে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে আলু ও পেঁয়াজের আমদানি কমে যাওয়ার কারণে সরবরাহের কিছুটা সংকট তৈরি হয়েছে। এর ফলে এই দুটি পণ্যের দাম নতুন করে বেড়েছে। খুচরা বাজারে দাম বেড়ে দেশি পেঁয়াজ কেজি ১৩০ থেকে ১৪০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

 

আলুর দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নতুন আসা আলুর কেজি ৭০ থেকে ৮০ টাকা। নতুন পেঁয়াজপাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়। ফার্মের ডিম হালি পাঁচ টাকা বেড়ে ৪৫ টাকায় এবং ডজনপ্রতি ১০ টাকা বেড়ে ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দামে তেমন কোনো পরিবর্তন নেই, আগের সপ্তাহের দামই অপরিবর্তিত রয়েছে। কয়েক সপ্তাহ পর বাজারে প্যাকেট চিনির সরবরাহ দেখা গেছে। প্যাকেটজাত চিনি কেজি ১৪৮ টাকা এবং খোলা চিনি কেজি ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন পেঁয়াজ ও আলু আসা শুরু হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে পণ্য দুটির সরবরাহ ব্যাপকভাবে বাড়বে। এতে দাম কমে আসবে।

এ কারণে আমদানিকারকরা পেঁয়াজ ও আলুর আমদানি কমিয়ে দিয়েছেন। আমদানি করে কেউ এখন ঝুঁকি নিতে চাচ্ছেন না। এর ফলে বাজারে পণ্য দুটির সরবরাহে কিছুটা সংকট দেখা দেওয়ার কারণে দাম বাড়ছে। বাজারে নতুন পেঁয়াজ ও আলুর ব্যাপক সরবরাহ শুরু হলে আবার দাম কমে আসবে বলেও তাঁরা জানান। 

টিসিবির গতকালের বাজারদরের তালিকায়ও আলু, পেঁয়াজ ও ডিমের দাম বাড়ার প্রমাণ পাওয়া গেছে। গত সেপ্টেম্বর থেকে হঠাৎ পেঁয়াজ ও আলুর দাম বাড়তে শুরু হয়। বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার আলু ও পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। ব্যাপকভাবে এই দুটি পণ্য আমদানি করার পরও বাজারে তার বড় কোনো প্রভাব দেখা যায়নি।