টানা সাত কার্যদিবস পর দরপতন দেখল শেয়ারবাজার

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩
দরপতনের প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

টানা সাত কার্যদিবস মূল্যসূচক বাড়ার পর গতকাল দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান নাম লিখিয়েছে, তার প্রায় দ্বিগুণের দাম কমেছে। তবে বাজারটিতে বেড়েছে লেনদেনের পরিমাণ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার চেয়ে বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। ফলে এই বাজারের প্রধান মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর আগে গত সপ্তাহের পাঁচ কার্যদিবস এবং তার আগের সপ্তাহের শেষ দুই কার্যদিবসে শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ে।

এমন টানা বাড়ার পর এখন যে দরপতন হয়েছে তাকে স্বাভাবিক বলছেন শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

তাঁরা বলছেন, টানা সাত কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা পতন হওয়া স্বাভাবিক। কারণ বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম টানা বেড়েছে। ফলে ওই সব শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার জন্য শেয়ার বিক্রি করছেন।