ইসরায়েলের ‘গোয়েন্দাকে’ মৃত্যুদণ্ড দিল ইরান

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
ফাইল ছবি : এপি

নিজস্ব প্রতিনিধি

ইরানের দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচেস্তান প্রদেশে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার একজন এজেন্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে সরকারি বার্তা সংস্থা ‘আইআরএনএ’ জানিয়েছে। স্থানীয় সময় আজ শনিবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি মোসাদসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল এবং গোপন তথ্য প্রকাশে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি কারাগারে বিচার বিভাগ এই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।

প্রতিবেদনে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

২০২২ সালের এপ্রিলে ইরানের গোয়েন্দা কর্মকর্তারা মোসাদের সঙ্গে যুক্ত একটি গ্রুপের তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাদের মধ্যেরই একজন কি না তা স্পষ্ট নয়।

সূত্র : এপি