রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

মোঃআবু কাওছার মিঠু

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রূপগঞ্জ থানা পুলিশ, ভুলতা হাইওয়ে পুলিশ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, উপজেলা প্রাণিসম্পদসহ উপজেলার সামাজিক সংগঠন।

পরে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, কৃষি অফিসার ফাতেহা নুর, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমান, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন, বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
পরে কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে সম্মাননা তুলে দেওয়া হয়।

তাং- ১৬-১২-২৩ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি