নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

বিচারপতিদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এ অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাখ্যা চাওয়া হয়েছে রুলে।

আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাঁকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নুরের বক্তব্য নিয়ে প্রকাশিত খবর নজরে আনলে জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ রবিবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।

প্রকাশিত খবরটি নজরে আনেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপ্রদ মৃধা। 

এই আইন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘গত ৭ ডিসেম্বর বিজয়নগর পানির ট্যাংক মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বিচারক, বিচার বিভাগ নিয়ে আপত্তিকর বক্তব্য দেন নুর। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর আদালতের নজরে আনলে আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।’