পেছাল আওয়ামী লীগের বিজয় র্যালি ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩ নিজস্ব প্রতিনিধি আওয়ামী লীগের বিজয় র্যালিটি একদিন পিছিয়ে ১৯ ডিসেম্বর নেওয়া হয়েছে। আজ রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।আলোচনাসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে আগামীকাল বাংলাদেশ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ কারণে আগামীকাল অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিজয় র্যালিটি পরের দিন ১৯ ডিসেম্বর অপরাহ্নে অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডী ৩২ এর বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। এর আগে কুয়েতের আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে আগামীকাল সোমবারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি এক দিন পিছিয়ে মঙ্গলবার করেছে বিএনপি। আজ রবিবার দুপুরে এক জরুরি ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। SHARES রাজনীতি বিষয়: আওয়ামী লীগ
আওয়ামী লীগের বিজয় র্যালিটি একদিন পিছিয়ে ১৯ ডিসেম্বর নেওয়া হয়েছে। আজ রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।আলোচনাসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে আগামীকাল বাংলাদেশ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ কারণে আগামীকাল অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিজয় র্যালিটি পরের দিন ১৯ ডিসেম্বর অপরাহ্নে অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডী ৩২ এর বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। এর আগে কুয়েতের আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে আগামীকাল সোমবারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি এক দিন পিছিয়ে মঙ্গলবার করেছে বিএনপি।