দিনের তাপমাত্রা কমতে পারে আজ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩ নিজস্ব প্রতিনিধি আজ মঙ্গলবার সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী শুক্রবারের পর সারা দেশে তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল সোমবার রাতে বলেন, ‘সিলেটে আজ (গতকাল) সামান্য বৃষ্টি হয়েছে। আগামীকালও (আজ) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকতে পারে সিলেটে। বৃষ্টি খুব বেশি না হওয়ায় বাতাসে এখনো পর্যাপ্ত জলীয়বাষ্প রয়েছে। সব মিলিয়ে এক ধরনের কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছে।’ SHARES জাতীয় বিষয়: #তাপমাত্রা
আজ মঙ্গলবার সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী শুক্রবারের পর সারা দেশে তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল সোমবার রাতে বলেন, ‘সিলেটে আজ (গতকাল) সামান্য বৃষ্টি হয়েছে।
আগামীকালও (আজ) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকতে পারে সিলেটে। বৃষ্টি খুব বেশি না হওয়ায় বাতাসে এখনো পর্যাপ্ত জলীয়বাষ্প রয়েছে। সব মিলিয়ে এক ধরনের কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছে।’