এজেন্টরা অনেক সময় আকামের হোতা হয় : কাদের ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩ নিজস্ব প্রতিনিধি আওয়ামী লীগের দলীয় এজেন্টদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দলীয় এজেন্ট যারা তাদের দায়িত্বশীল হতে হবে। এজেন্টরা অনেক সময় আকামের হোতা হয়ে যায়। ভেতরে বসে দলের জন্য অতি দরদ দেখিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করে। এই এজেন্টদের আমাদের দরকার নেই। দলের সুনাম যেন থাকে; সে রকম দায়িত্বশীল এজেন্ট হতে হবে।’ মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন। এজেন্টদের উদ্দেশে কাদের আরো বলেন, ‘ভোটকেন্দ্রে অন্তত নির্বাচন শুরু হওয়ার আধাঘণ্টা আগে পৌঁছাতে হবে। ফল ঘোষণা পর্যন্ত সারাক্ষণ থাকতে হবে, বুথ ত্যাগ করতে পারবেন না।’ ওবায়দুল কাদের বলেন, ‘এজেন্টরা ভোটারদের ভোট দিতে সাহায্য করবেন, কিন্তু ভোটার ভোট কাকে দেবেন সেটা প্রভাবিত করতে পারবেন না। নিয়ম কানুন মেনেই দায়িত্ব পালন করতে হবে। এখানে অনেকেই আছেন যারা অতীতে এজেন্ট ছিলেন। সুতরাং তারা জানেন তাদের কাজটা কী।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এবারের নির্বাচনটা আমরা খুব ভালোভাবে করতে চাই। নির্বাচন নিয়ে বদনাম নিতে চাই না। শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সত্যিকার অর্থেই চান।’ SHARES রাজনীতি বিষয়: #কাদের
আওয়ামী লীগের দলীয় এজেন্টদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দলীয় এজেন্ট যারা তাদের দায়িত্বশীল হতে হবে। এজেন্টরা অনেক সময় আকামের হোতা হয়ে যায়। ভেতরে বসে দলের জন্য অতি দরদ দেখিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করে। এই এজেন্টদের আমাদের দরকার নেই।
দলের সুনাম যেন থাকে; সে রকম দায়িত্বশীল এজেন্ট হতে হবে।’ মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন। এজেন্টদের উদ্দেশে কাদের আরো বলেন, ‘ভোটকেন্দ্রে অন্তত নির্বাচন শুরু হওয়ার আধাঘণ্টা আগে পৌঁছাতে হবে। ফল ঘোষণা পর্যন্ত সারাক্ষণ থাকতে হবে, বুথ ত্যাগ করতে পারবেন না।’
ওবায়দুল কাদের বলেন, ‘এজেন্টরা ভোটারদের ভোট দিতে সাহায্য করবেন, কিন্তু ভোটার ভোট কাকে দেবেন সেটা প্রভাবিত করতে পারবেন না। নিয়ম কানুন মেনেই দায়িত্ব পালন করতে হবে। এখানে অনেকেই আছেন যারা অতীতে এজেন্ট ছিলেন। সুতরাং তারা জানেন তাদের কাজটা কী।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এবারের নির্বাচনটা আমরা খুব ভালোভাবে করতে চাই। নির্বাচন নিয়ে বদনাম নিতে চাই না। শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সত্যিকার অর্থেই চান।’