গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২০৭, মৃতের সংখ্যা বেড়ে ২২১৮৫ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪ নিজস্ব প্রতিনিধি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে মঙ্গলবার ২২ হাজার ১৮৫-তে পৌঁছেছে। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৩৫ জনে, যার ৭০ শতাংশই নারী ও শিশু। অবরুদ্ধ ছিটমহলে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী ‘গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায় ১৫টি গণহত্যা করেছে, ২০৭ ফিলিস্তিনি নিহত এবং ৩৩৮ জন আহত হয়েছে।’ ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করে। এতে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং প্রায় ২০ লাখ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার মতে, এ গ্রহের অন্যতম জনাকীর্ণ স্থানগুলোর একটি এখন দক্ষিণ গাজার রাফাহ শহর। সেখানে আশ্রয়কেন্দ্র ও রাস্তায় মানুষের উপচে পড়া ভিড়ে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: #গাজা
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে মঙ্গলবার ২২ হাজার ১৮৫-তে পৌঁছেছে। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৩৫ জনে, যার ৭০ শতাংশই নারী ও শিশু। অবরুদ্ধ ছিটমহলে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী ‘গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায় ১৫টি গণহত্যা করেছে, ২০৭ ফিলিস্তিনি নিহত এবং ৩৩৮ জন আহত হয়েছে।’
৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করে। এতে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং প্রায় ২০ লাখ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার মতে, এ গ্রহের অন্যতম জনাকীর্ণ স্থানগুলোর একটি এখন দক্ষিণ গাজার রাফাহ শহর।