নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কথা বলব : ব্যারিস্টার সুমন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪ নিজস্ব প্রতিনিধি ভূমিকা আগের মতোই থাকবে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কথা বলব বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, ‘প্রকৃতপক্ষেই আমার এলাকাটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপ দেওয়া হবে।’ নির্বাচনী এলাকায় কাজের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘অসংখ্য চ্যালেঞ্জ থাকবে, কাজ তো বাংলাদেশে কেউ করতে চায় না। তার পরও আমার বিশ্বাস বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যদি সুনজর থাকে তাহলে আমি অনেকটুকুই করতে পারব।’ সুমন বলেন, ‘এমপি শব্দটা আমার সঙ্গে যায়-ই না। কারণ পাঁচ বছর পরে আমি খারাপ করলে আমাকে বিদায় করে দেবে। কিন্তু ব্যারিস্টারটা তো যাবে না। সারা জীবন থাকবে। এমপি বিষয়টাকে আমি আলাদাভাবে নিচ্ছি না, শুধু ভাবছি ছোট্ট দায়িত্ব পেয়েছি, এই-ই।’ SHARES জাতীয় বিষয়: #ব্যারিস্টার সুমন
ভূমিকা আগের মতোই থাকবে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কথা বলব বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, ‘প্রকৃতপক্ষেই আমার এলাকাটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপ দেওয়া হবে।’ নির্বাচনী এলাকায় কাজের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘অসংখ্য চ্যালেঞ্জ থাকবে, কাজ তো বাংলাদেশে কেউ করতে চায় না।
তার পরও আমার বিশ্বাস বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যদি সুনজর থাকে তাহলে আমি অনেকটুকুই করতে পারব।’ সুমন বলেন, ‘এমপি শব্দটা আমার সঙ্গে যায়-ই না। কারণ পাঁচ বছর পরে আমি খারাপ করলে আমাকে বিদায় করে দেবে। কিন্তু ব্যারিস্টারটা তো যাবে না।