সোহরাওয়ার্দীতে সমাবেশের মঞ্চে শেখ হাসিনা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুর আড়াইটায় শুরু হওয়া সমাবেশে বিকেল ৪টায় মঞ্চে আসেন তিনি। শেখ হাসিনা এই সমাবেশের সভাপতিত্ব করবেন।

সমাবেশ ঘিরে দুপুর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল-স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। মঞ্চে দলের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দিচ্ছেন। 

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আজ সেই ঐতিহাসিক ১০ জানুয়ারি। এই ঐতিহাসিক দিন বাঙালি জাতি আজ শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো নির্বাচিত করল।

বাঙালি জাতি আজ পরিষ্কারভাবে রায় দিয়েছে, বাংলার মাটিতে কোনো পরাশক্তির ঠাঁই নেই। ৭ জানুয়ারির নির্বাচন ছিল গণতন্ত্র রক্ষার নির্বাচন। 

বিএনপির উদ্দেশে নানক বলেন, ‘জিয়াউর রহমান এক পার্সেন্ট ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। বেকুবের দল সেটা ভুলে গেছে।

’ তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে রায় দিয়েছে। আজকের এই দিন নবজাগরণের দিন। 

সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি রয়েছে।