প্রধান বিচারপতির বাসভবনে হামলা : বিএনপির আব্দুল আউয়াল মিন্টুর আগাম জামিন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪ নিজস্ব প্রতিনিধি প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার দুই মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আজ সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও এ কে এম এহসানুর রহমান। আগামী ১৫ মার্চ পর্যন্ত আব্দুল আউয়াল মিন্টুকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী এহসানুর রহমান। এ আইনজীবী বলেন, ‘জামিনের মেয়াদ শেষের আগে তাঁকে মহানগন দায়রা জজ আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ ডাকে বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ। ওই দিন আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সংঘর্ষের একপর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এ ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে রমনা থানায় মামলা করে পুলিশ। ওইদিন প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় বৈশাখী পরিবহনের একটি গাড়ি ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগ এনে রমনা থানায় আরেকটি মামলা করে পুলিশ। এ মামলায় ৭৮ জনকে আসামি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেননি হাইকোর্ট। তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল গত ১০ জানুয়ারি খারিজ করে দেওয়া হয়। অবশ্য গত বছর ৭ নভেম্বর এ মামলায় আগাম জামিন নেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। তাঁরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। SHARES জাতীয় বিষয়: #আব্দুল আউয়াল মিন্টু
নিজস্ব প্রতিনিধি প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার দুই মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আজ সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও এ কে এম এহসানুর রহমান। আগামী ১৫ মার্চ পর্যন্ত আব্দুল আউয়াল মিন্টুকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী এহসানুর রহমান।
এ আইনজীবী বলেন, ‘জামিনের মেয়াদ শেষের আগে তাঁকে মহানগন দায়রা জজ আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ ডাকে বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ। ওই দিন আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা।
সংঘর্ষের একপর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এ ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে রমনা থানায় মামলা করে পুলিশ। ওইদিন প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় বৈশাখী পরিবহনের একটি গাড়ি ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগ এনে রমনা থানায় আরেকটি মামলা করে পুলিশ।
এ মামলায় ৭৮ জনকে আসামি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেননি হাইকোর্ট। তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল গত ১০ জানুয়ারি খারিজ করে দেওয়া হয়। অবশ্য গত বছর ৭ নভেম্বর এ মামলায় আগাম জামিন নেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। তাঁরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী।