সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তিন জেলা, ৬ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

রাজশাহী, পাবনা ও নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তিন জেলায় রবিবার সকাল ৬টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এ ছাড়া দেশের ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, রবি থেকে মঙ্গবার পর্যন্ত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া এই তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, রবিবার দেশের উত্তর-উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বলা হয়েছে।