‘একটি গাছ কাটলে চারটি গাছ রোপণ করতে হবে’ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪ নিজস্ব প্রতিনিধি স্কুল-কলেজে গাছ কাটা হলে সবাইকে প্রতিবাদ করতে হবে। একটি গাছ কাটলে চারটি গাছ রোপণ করতে হবে। আমরা রোটারি থেকে মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহ দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে রোটারি ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মলনে এসব কথা বলেন ক্লাবের সদস্যরা। এ সময় সদস্যরা বলেন, স্কুল পর্যায়ের শিশুদের ক্ষমতায়ন এবং পরিবেশ সম্পর্কে সচেতন করতে নানা কাজ করছে রোটারি ক্লাব। এর মধ্যে রয়েছে, বই বিতরণ, গাছ রোপণ, গাছ কাটার প্রতিবাদ, একটি গাছ কাটার বিপরীতে চারটি গাছ রোপণে উৎসাহিত করা। পরিবেশগত শিক্ষার সর্বজনীন ভাষাকে বিভিন্ন পটভূমির শিশুদের কাছে পৌঁছনোই এর উদ্দেশ্য। ক্লাব সদস্য জ্যোৎস্না ইসলাম বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি হলো বিশ্বব্যাপী শিশুদের অনুপ্রাণিত করা এবং শিক্ষিত করা। বাংলাদেশে রোটারি ক্লাবগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে, তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা। আমাদের ক্যাম্পেইন চলমান থাকবে। আমরা সকলের মাঝে প্রায় ২০ হাজার গাছ দেব।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রোটারিয়ান তছলিম জামান নয়ন, জহিরুদ্দিন বাবর, ফয়সাল শাহেদ প্রমুখ। SHARES জাতীয় বিষয়: #গাছ রোপণ
স্কুল-কলেজে গাছ কাটা হলে সবাইকে প্রতিবাদ করতে হবে। একটি গাছ কাটলে চারটি গাছ রোপণ করতে হবে। আমরা রোটারি থেকে মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহ দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে রোটারি ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মলনে এসব কথা বলেন ক্লাবের সদস্যরা। এ সময় সদস্যরা বলেন, স্কুল পর্যায়ের শিশুদের ক্ষমতায়ন এবং পরিবেশ সম্পর্কে সচেতন করতে নানা কাজ করছে রোটারি ক্লাব। এর মধ্যে রয়েছে, বই বিতরণ, গাছ রোপণ, গাছ কাটার প্রতিবাদ, একটি গাছ কাটার বিপরীতে চারটি গাছ রোপণে উৎসাহিত করা। পরিবেশগত শিক্ষার সর্বজনীন ভাষাকে বিভিন্ন পটভূমির শিশুদের কাছে পৌঁছনোই এর উদ্দেশ্য।
ক্লাব সদস্য জ্যোৎস্না ইসলাম বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি হলো বিশ্বব্যাপী শিশুদের অনুপ্রাণিত করা এবং শিক্ষিত করা। বাংলাদেশে রোটারি ক্লাবগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে, তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা। আমাদের ক্যাম্পেইন চলমান থাকবে। আমরা সকলের মাঝে প্রায় ২০ হাজার গাছ দেব।’