অল্প খরচের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি যেখানে কম অর্থের প্রয়োজন তা দ্রুত সম্পন্ন করতে সব মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য তা আমাদের নিতে হবে। প্রকল্প বাছাই করার সময় সে বিষয়টা আমাদের একটু দেখা দরকার যাতে আমরা আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি।’

আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেন, ‘যেসব প্রকল্প অল্পখরচ করলেই দ্রুত শেষ হয়ে যাবে সেগুলো শেষ করা উচিত। তাহলে আমরা আবার নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে আমার মনে হয়, তাও দ্রুত শেষ করা উচিত।

কারণ দ্রুত শেষ না করলে খরচ যেমন বাড়ে তেমনি অহেতুক কালক্ষেপণ হয়। সেটা যেন আর না হয়।’ 

প্রধানমন্ত্রী বলেন, আমি বলছি আর্থসামাজিক উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সেগুলো আমাদের নিতে হবে। প্রকল্প বাছাই করার সময় সে বিষয়টা আমাদের একটু দেখা দরকার।

যাতে আমরা আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি।