বেনাপোল এক্সপ্রেসে আগুন : পোড়া চার লাশ পরিবারে হস্তান্তর

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন পরিকল্পিত আগুনের ঘটনায় পুড়ে যাওয়া চার মরদেহের ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‌ ফেরদাউস আহ‌ম্মেদ বিশ্বাস এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, আজ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে ওই চার লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় চারটি লাশ একেবারেই পোড়া ছিল জানিয়ে তিনি বলেন, পোড়া লাশ দেখে শনাক্ত করার উপায় ছিল না। তাই তাদের স্বজন পরিচয় দেওয়া পরিবারের সদস্য ও পোড়া লাশের ডিএনএর নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবে ক্রসম্যাচিং করা হয়। সেখানে উভয়ের ডিএনএ মিলে গেলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। 

এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ৫ জানুয়ারি রাত ৯টা ৪৫ মিনিটে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়। দগ্ধ হন আটজন। 

ওই রাতেই বেনাপোল এক্সপ্রেস চলাচল স্থগিত করে দেওয়া হয়।

এরপর ১১ জানুয়ারি থেকে ট্রেনটি ফের চালু হয়েছে।