চিকিৎসা খাতে মাফিয়ারা কাজ করছে: হাইকোর্ট

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
নিজস্ব প্রতিনিধি

দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা খাত নিয়ে সচেতন হওয়ার তাগিদ দিয়ে হাইকোর্ট বলেছেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় মেডিকেলের বিষয়গুলোতে (চিকিৎসা খাতে) মাফিয়ারা কাজ করছে।’

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন। দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন এবং শিশু আয়ানের মৃত্যুর ক্ষতিপূর সংক্রান্ত রিটে এক আইনজীবীর যুক্ত হওয়া নিয়ে শুনানি চলছিল তখন।

আদালতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে। আর ইন্টারভেনার হিসেবে রিটে যুক্ত হতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুনানির এক পর্যায়ে স্বাস্থ্য ও চিকিৎসা খাতের অনিয়ম-অবহেলার দিকে ইঙ্গিত করে হাইকোর্ট বলেন, ‘চিকিৎসা ও স্বাস্থ্যখাত নিয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন।

শুধু আদেশ দিলাম আর পত্র-পত্রিকায় নাম আসল, এটা আমরা চাই না। আমরা কারো জন্য কাজ করি না। আমরা কারো পক্ষে না। দেশের মানুষ যাতে সুফল পায় সে জন্য আদেশ দিতে চাই।