রূপগঞ্জে শহিদ দিবসে সভা, শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল ২১ ফেব্রুয়ারি বুধবার রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, প্রভাতফেরি, স্থানীয়ভাবে নির্মিত শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, চিত্রাঙ্কন, আবৃতি প্রতিযোগিতা ও আলোচনা সভা।

উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাঈল, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা প্রমুখ।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: