রোলেক্স ঘড়ির সন্ধানে পেরুর প্রেসিডেন্টের বাড়িতে অভিযান

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে শনিবার পেরুর কর্তৃপক্ষ প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বাড়িতে অভিযান চালিয়েছে। সংবাদ সংস্থা এএফপির প্রাপ্ত একটি পুলিশ নথি অনুসারে, প্রায় ৪০ জন কর্মকর্তা এই অভিযান চালান। কয়েকটি রোলেক্স ঘড়ির সন্ধানে এই অভিযান চালানো হয়েছে। যে রোলেক্স ঘড়িগুলোর বিষয়ে দিনা কোনো তথ্য প্রদান করেননি।

পুলিশ জানিয়েছে, অভিযানটি ‘তল্লাশি ও আটকের উদ্দেশ্যে’ করা হয়েছে। একটি সংবাদপত্র বোলুয়ার্তের দামি রোলেক্স ঘড়ি পরার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাঁকে হাতে কয়েকটা ঘড়ি পরতে দেখা গেছে। এর পরেই চলতি মাসের শুরুর দিকে দেশটির কর্তৃপক্ষ দিনার দামি ঘড়িগুলোর বিষয়ে তদন্ত শুরু করে।

আজ শনিবারে চালানো অভিযানটি পুলিশ এবং প্রসিকিউটর অফিস যৌথভাবে পরিচালনা করেছে এবং স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘লাতিনাতে’ সম্প্রচারও করেছে। 

সাবেক রাষ্ট্রপতি পেদ্রো কাস্তিলো কংগ্রেস ভেঙে ডিক্রি শাসন শুরু করার চেষ্টা করে। তখন তাঁকে দ্রুত ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার করা হয়েছিল। এরপর ২০২২ সালের ডিসেম্বরে দিনা বোলুয়ার্তে প্রসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

 

সূত্র : এএফপি