কোথাও রোদ-বৃষ্টি, কোথাও জলে ভাসা ‘আষাঢ়ে ঈদ’ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৪ নিজস্ব প্রতিনিধি গত শনিবার থেকে শুরু হয়েছে আষাঢ় মাস। ঋতুচক্রের হিসাবে আনুষ্ঠানিকভাবে বর্ষা শুরু হয়েছে। আজ সোমবার আষাঢ়ের তৃতীয় দিন। আষাঢ়ের তৃতীয় দিনে দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। দেশের কোথাও কোথাও রোদ থাকলেও অনেক এলকায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কোনো কোনো জেলায় গত রাত থেকে ভারি বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে জলে ভেসে গেছে ঈদ আনন্দ। ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে সুনামগঞ্জের প্লাবিত এলাকায়। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়েও ঢুকে পড়ছে। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট। জেলা শহরের কয়েকটি পাড়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদীর পানি ছাতক ও সুনামগঞ্জ শহরে বিপৎসীমার ওপরে আছে।’ SHARES জাতীয় বিষয়: #ঈদের ছুটিঈদ
নিজস্ব প্রতিনিধি গত শনিবার থেকে শুরু হয়েছে আষাঢ় মাস। ঋতুচক্রের হিসাবে আনুষ্ঠানিকভাবে বর্ষা শুরু হয়েছে। আজ সোমবার আষাঢ়ের তৃতীয় দিন। আষাঢ়ের তৃতীয় দিনে দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা।
দেশের কোথাও কোথাও রোদ থাকলেও অনেক এলকায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কোনো কোনো জেলায় গত রাত থেকে ভারি বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে জলে ভেসে গেছে ঈদ আনন্দ। ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে সুনামগঞ্জের প্লাবিত এলাকায়।
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়েও ঢুকে পড়ছে। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট। জেলা শহরের কয়েকটি পাড়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদীর পানি ছাতক ও সুনামগঞ্জ শহরে বিপৎসীমার ওপরে আছে।’