সহস্রাধিক হজযাত্রীর মৃত্যু নিয়ে যা বলল সৌদি

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

হজ পালন করতে গিয়ে এবার সহস্রাধিক হজযাত্রী মারা গেছে। এ বিষয়ে নিয়ে শুক্রবার (২১ জুন) অবশেষে মুখ খুলেছেন সৌদি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রথমবারের মতো মৃত্যুর বিষয় নিয়ে সৌদি সরকারের হয়ে এই কর্মকর্তা এএফপিকে বলেন, হজ ব্যবস্থাপনায় সৌদি ব্যর্থ হয়নি। খারাপ আবহাওয়া ও তাপমাত্রার মধ্যে এমন ঘটনা ঘটেছে।

 

সৌদি কর্মকর্তা বলেন, হজের ব্যস্ততম দুই দিনে ৫৭৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার আরাফাত পর্বতে জ্বলন্ত সূর্যের মধ্যে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা এবং রবিবার মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় তাদের মৃত্যু হয়। অনেকেই বুধবার আনুষ্ঠানিকভাবে হজ সম্পন্ন করতে পারেনি।

এক প্রতিবেদনে শুক্রবার এএফপি জানিয়েছে, কূটনীতিকরা বলেছে, এক হাজার ১১৯ জন হজযাত্রী মারা গেছে।

মৃতদের অর্ধেকেরও বেশি মিসরীয়। 

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। সামর্থ্যসম্পন্ন সব মুসলমানকে মৃত্যুর আগে অন্তত একবার তা সম্পন্ন করতে হবে।
সূত্র : এএফপি