বাংলাদেশ ব্যাংকের সহায়তা স্কিমে যুক্ত করা হলো ‘ছাগল’ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪ সম্প্রতি ভাইরাল হওয়া সাদিক এগ্রোর ১৫ লাখ টাকা দামের ছাগল। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। খামারিদের সহায়তার লক্ষ্যে স্কিমটিতে ‘কন্দাল ফসল’ ও ছাগল, ভেড়া, গাড়ল পালন খাত যুক্তের নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্কিমটির মেয়াদ ছিল আগামী ৩০ জুন পর্যন্ত। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। পাশাপাশি ২০২৩ সালে ২১ মার্চ ও ২০২২ সালের ১৭ নভেম্বরের নির্দেশনা বহাল থাকবে বলে সার্কুলারে জানানো হয়। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় এই স্কিমে ‘গরু মোটাতাজাকরণ’ খাত অন্তর্ভুক্ত করা হয়। যা আগে ধান চাষ, মাছ চাষ, শাক-সবজি, ফল ও ফুল চাষ, প্রাণিসম্পদ খাতের আওতায় পোলট্রি ও দুগ্ধ উত্পাদন খাতের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০২২ সালের ১৭ নভেম্বর দেশের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পেয়ে থাকে কৃষকরা। তহবিলটির নাম ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য পুনঃ অর্থায়ন স্কিম’। ওই সময় তহবিলের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। SHARES অর্থনৈতিক বিষয়: ছাগলবাংলাদেশ ব্যাংক
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। খামারিদের সহায়তার লক্ষ্যে স্কিমটিতে ‘কন্দাল ফসল’ ও ছাগল, ভেড়া, গাড়ল পালন খাত যুক্তের নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্কিমটির মেয়াদ ছিল আগামী ৩০ জুন পর্যন্ত। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
পাশাপাশি ২০২৩ সালে ২১ মার্চ ও ২০২২ সালের ১৭ নভেম্বরের নির্দেশনা বহাল থাকবে বলে সার্কুলারে জানানো হয়। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় এই স্কিমে ‘গরু মোটাতাজাকরণ’ খাত অন্তর্ভুক্ত করা হয়। যা আগে ধান চাষ, মাছ চাষ, শাক-সবজি, ফল ও ফুল চাষ, প্রাণিসম্পদ খাতের আওতায় পোলট্রি ও দুগ্ধ উত্পাদন খাতের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০২২ সালের ১৭ নভেম্বর দেশের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।
তহবিলটির নাম ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য পুনঃ অর্থায়ন স্কিম’। ওই সময় তহবিলের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।
তহবিলটির নাম ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য পুনঃ অর্থায়ন স্কিম’। ওই সময় তহবিলের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।