রাজু ভাস্কর্যের মোড়ে অবস্থান নিচ্ছে ছাত্রলীগ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪ নিজস্ব প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি মোড়ে অবস্থান করেন। সরেজমিন দেখা যায়, ছাত্রলীগের একাধিক দল মিছিল নিয়ে দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে টিএসসি মোড়ে হাজির হতে থাকে। এ সময় তাদের মাথায় ছিল হেলমেট এবং হাতে ছিল লাঠি। ছাত্রলীগের খণ্ড খণ্ড মিছিল হাতে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্য সামনে অবস্থান নিচ্ছেন। অনেক ছাত্রলীগ নেতা লাঠি হাতে রাজু ভাস্কর্য সামনে রাস্তায় বসে পড়েন। এর আগে গতকাল সোমবার কোটা আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার পর আজ রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের ঘোষণা দেয় ছাত্রলীগ। সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এক বিবৃতিতে বলেন, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ। SHARES জাতীয় বিষয়: #ছাত্রলীগ#রাজু ভাস্কর্য
ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি মোড়ে অবস্থান করেন। সরেজমিন দেখা যায়, ছাত্রলীগের একাধিক দল মিছিল নিয়ে দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে টিএসসি মোড়ে হাজির হতে থাকে। এ সময় তাদের মাথায় ছিল হেলমেট এবং হাতে ছিল লাঠি।
ছাত্রলীগের খণ্ড খণ্ড মিছিল হাতে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্য সামনে অবস্থান নিচ্ছেন। অনেক ছাত্রলীগ নেতা লাঠি হাতে রাজু ভাস্কর্য সামনে রাস্তায় বসে পড়েন। এর আগে গতকাল সোমবার কোটা আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার পর আজ রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের ঘোষণা দেয় ছাত্রলীগ। সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এক বিবৃতিতে বলেন, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ।