বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ জনে ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪ দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। আজ শুক্রবার পর্যন্ত ৫৪ জন মারা যাওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ শিশু। বন্যায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৫২। বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে, ১৯ জন। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হালনাগাদ এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত ১১টি জেলার ৬৪টি উপজেলা বন্যায় প্লাবিত। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফেনীতে ১৯, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। অন্যদিকে পানিবন্দী পরিবারের সংখ্যা এখন ১০ লাখ ৯ হাজার ৫২২টি। আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৬৪ হাজারের বেশি। তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। SHARES জাতীয় বিষয়: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়বন্যা