দল বা আমার নামে কেউ চাঁদাবাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই- সাংগঠনিকভাবে দল ও ব্যক্তিগতভাবে আমি সকল প্রকার অন্যায় অপকর্ম, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। দল বা আমার নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করু। আমি সার্বিক সহযোগিতা করব।’ আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আরও বলেন, ‘কয়েকটি সংবাদমাধ্যমে উত্তরার চাঁদাবাজি, দখলবাজির কাল্পনিক ঘটনা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে। দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমার নাম জড়ানো হয়েছে যা খুবই দুঃখজনক, অসত্য ও ভিত্তিহীন। বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ জাহাঙ্গীর আরও বলেন, ‘উত্তরাস্থ আবদুল্লাহপুরে প্রাণের বাংলাদেশ নামক পত্রিকা অফিস উচ্ছেদ ও লুটতরাজের যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে আমি মোটেও অবগত ছিলাম না। আমি ওই ঘটনা জানার পর অভিযোগকারী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অভিযুক্ত মিলনকে ডেকে এনে বিষয়টি জানার চেষ্টা করি। পরে খবর পাই তারা নিজেরা দুইপক্ষ বসে বিষয়টি মিমাংসা করেছে।’ তিনি আরও বলেন, ‘ওই অফিসটি দীর্ঘদিন বিএনপির স্থানীয় কার্যালয় হিসেবে পরিচিত ছিল। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটি দখল করে তারা আওয়ামীলীগ কার্যালয় হিসেবে ব্যবহার করে। আমি ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধির কাছে জানতে পারি, গত ৫ আগষ্ট হতে অফিসটি তারা ব্যবহার করা শুরু করেছিল। ভবিষ্যতে আমার সংক্রান্ত কোনো প্রকার সংবাদ প্রচারের আগে সেটার সত্যতা যাচাই করে নেওয়ার জন্য সাংবাদিকদের কাছে বিনীত অনুরোধ রইল। কোন ব্যক্তির বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করলে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানী হয়।’ SHARES রাজনীতি বিষয়: