কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্বে নতুন মুখ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪ এ কে এম আজাদ ইমরান বিশেষ প্রতিনিধি কুমিল্লা চান্দিনা উপজেলার তিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিতে থাকার কারণে, প্যানেল এবং উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) কে দায়িত্ব প্রদান করা হয়েছে। ১০-৮-২০২৪ (মঙ্গলবার) কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান চান্দিনা উপজেলায় তার স্বাক্ষরিত চিঠি পাঠালে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। চিঠিতে জানা যায়, কুমিল্লা চান্দিনা উপজেলায় ৫ নং কেরণখাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান-২ মো:সেলিম মিয়া। ৭নংএতবারপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৯নং মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করবেন, -২ আবুল বাশার। স্থানীয় সরকারি বিভাগের ইউপি -১শাখা এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর পৃথক নির্দেশনার প্রেক্ষিতে ইউনিয়ন চেয়ারম্যান এর অনুপস্থিতি কারণে জনসেবা সার্বিক কার্যক্রম বিঘ্নত হওয়ার এ সিতান্ত নেয়া হয়েছে। চান্দিনা উপজেলায় নির্বাহী অফিসার (ইউ এন ও) জাবের মো:সোয়াইব এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন চেয়ারম্যান অনুপস্থিতির কারণে এলাকাবাসী সেবা কার্যক্রম নিয়মিত হচ্ছে না। মানুষের ভোগান্তি দেখে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। খোঁজ নিলে জানা যায় যে , ৫ -৭-২০২৪ (আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের কারণে ৫নং,৭নং,ও ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম প্রধান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অনুউপস্থিতি রয়েছে। জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য উক্ত সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চলবে। SHARES জেলা/উপজেলা বিষয়: