পদোন্নতির সুপারিশে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব সহ মোট ৭৬৪ জন কর্মকর্তা।

প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

বিশেষ প্রতিনিধি :বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত দাবি করা আবেদনে ১ হাজার ৫৪০ জনের মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করেছে একজন সচিবের নেতৃত্বাধীন পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি-২০২৪।

মঙ্গলবার সকালে কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দেওয়া হয়েছে। জমা করা আবেদনে ১৩টি আবেদন কমিটির নিয়ম ও বিধিমালা বহির্ভূত হওয়ার কারনে বিবেচনায় নেওয়া যায় নি বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করেন।

উক্ত কমিটির সুপারিশের আবদনে ‘সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব মর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হতে পারে,’ বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কমিটিতে কাজ করা একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কমিটির পক্ষ থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এসব কর্মকর্তাদেরকে প্রশাসনে চুক্তিভিত্তিক  নিয়োগের মাধ্যমে পদায়ন করা হবে কিনা তা নিয়ে উক্ত কমিটির কোনো রকমের কোন সুপারিশ এখনো আসেনি।