আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩ নিজস্ব প্রতিবেদক :সাউথ আফ্রিকায় ২০২৩ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা। আগামী ২৩ জানুয়ারি প্রাক-প্রস্তুতি ক্যাম্পের জন্য ঢাকা থেকে কেপটাউনের উদ্দেশ্যে রওয়ানা দেবে নারী দল। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এছাড়া বিশ্বকাপে ঠিক আগে আইসিসির অনুমোদিত আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে মেয়েদের। ৬ ফেব্রুয়ারি কেপটাউনে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ৮ ফেব্রুয়ারি স্টেলেনবসচে প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপে নারী দলের মূল লড়াই শুরু হবে ১২ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশের বিশ্বকাপ দল নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মোস্তারি। স্ট্যান্ডবাই-রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমীন আক্তার সুপ্তা। SHARES আন্তর্জাতিক বিষয়: