মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

স্টাফ রিপোর্টার :মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার মোঃ জহিরুল করিম কে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অপসরণের দাবি জানিয়েছেন ছাত্র- জনতা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আশীর্বাদ পুষ্ট ডাক্তার জহিরুল করিম কে পদত্যাগ কিংবা দ্রুত অপসারণ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে ছাত্র জনতা। বিভিন্ন সূত্রে জানা গেছে -ডাক্তার মোঃ জহিরুল করিম ঢাকা মেডিকেল কলেজে অধ্যায়ন কালীন সময়ে ছাত্রলীগের একজন স্বক্রিয় কর্মী ছিলেন। তার দুর্নীতি -অনিয়মের কারণে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা দিন দিন ভেঙ্গে পড়ছে। চিকিৎসা বঞ্চিত হচ্ছে হাজার হাজার রোগী। জাহিদ মালিক আওয়ামী লীগের সময় স্বাস্থ্য মন্ত্রী থাকা অবস্থায় এই দুর্নীতিবাজ ডাক্তার জহিরুল করিম মন্ত্রীর বাসায় নিয়মিত বাজার করে দিতেন। মন্ত্রীকে সন্তুষ্ট রাখাই ছিল তার একমাত্র কাজ। ছাত্র -জনতা মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর উপ-পরিচালক ডাক্তার মোহাম্মদ জহিরুল করিম কে অপসারণের জন্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিব মহোদয়ের প্রতি দাবি জানিয়েছেন।