ভোলায় তাবলীগ জামাতের হামলায় আহত সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪ মোহাম্মদ শরীফুজ্জামান (বিশেষ প্রতিনিধি): ভোলায় তাবলীগ জামাতের জোবায়ের পন্থী গ্রুপের সমাবেশে সংবাদ সংগ্রহ কালে স্বেচ্ছাসেবকদের হামলায় আহত আমার দেশ পত্রিকার সাংবাদিক ইউনূছ শরীফের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আজ (২৪ ডিসেম্বর মঙ্গলবার) ভোলায় তাবলীগ জামাতের জোবায়ের পন্থী গ্রুপের সমাবেশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইউনূছ শরীফ। বেলা বারোটার দিকে ভোলা শহরের বরিশাল দালানের কাছে আয়োজিত সমাবেশ থেকে স্বেচ্ছাসেবকদের ‘একটি উশৃংখল গ্রুপ’ এই হামলা চালায় বলে জানান প্রত্যক্ষ্যদর্শীরা হামলার পর আহত ইউনুছ শরীফকে অন্য সংবাদকর্মীরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ভোলা সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ভোলা সদর হাসপাতালের ডাক্তার আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ভোলা হাসপাতালে অবস্থানকালে ভিকটিম শরীফ এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায় ভোলা শহরের বরিশাল দালান এলাকার সদর রোডে রাস্তা বন্ধ করে সমাবেশ করছিল তাবলীগের জোবায়েরপন্থী গ্রুপ। এ সময় তারা যান চলাচলের পাশাপাশি মানুষের চলাচলের পথ ফুটপাত বন্ধ করে দেয়। সেখানে ১০-১৫ জন মহিলা পারাপারের জন্য আটকে পড়লে শরীফ মানুষের চলাচলের জন্য ফুটপাত খুলে দেয়ার অনুরোধ জানান। এ সময় তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবকদের একটি গ্রুপ মারমুখী হয়ে তেড়ে আসেন। তাদের নেতৃত্ব দেন মিনিস্টার মাইওয়ান ইলেকট্রনিক্স ভোলা শো-রুমের ম্যানেজার রিয়াজ। এদিকে তাবলীগ জামাতের সমাবেশ চলাকালে দিনব্যাপী ভোলার বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েন ভোলা শহরবাসী। সমাবেশের স্থল থেকে অনেক দূরের রাস্তাগুলো কেন স্বেচ্ছাসেবকরা আটকে দিয়ে পথচারীদের সঙ্গে মারমুখী আচরণ করছে এমন প্রশ্ন তোলেন অনেকে। এদিকে সমাবেশ থেকে মাইকে বারবার স্বেচ্ছাসেবকদের অনুরোধ জানানো হয় ব্যারিকেড তুলে দিয়ে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে, কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা ইসলামী শাসনতন্ত্রের অ্যাপ্রন গায়ে যুবকদের সাধারণ মানুষের সঙ্গে একাধিক স্পটে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গেছে। হামলায় সাংবাদিক আহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন । SHARES জেলা/উপজেলা বিষয়: