কুমিল্লা লালামাই এর ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ সিপিএ প্রাইম ব্যাংকের পরিচালক হলেন

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

 

ইলিয়াস হাওলাদার
সিনিয়র ক্রাইম রিপোর্টার

আগামী তিন বছরের জন‍্য প্রাইম ব‍্যাংক পিএলসি-এর স্বতন্ত্র দল পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন উত্তর দৌলতপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ,সিপিএ।বোর্ডের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন এই নিয়োগের জন‍্য অনুমোদন প্রদান করেছেন। ড.সাজ্জাদ একজন পেশাদারী চাটার্ড একাউন্টেন্ট,মালেয়শিয়ার নামকরা ইউনিভার্সিটি থেকে ফরেনসিক একাউন্টিং বিষয়ে পিএইচডি করেছেন।খন্ডকালীন শিক্ষকতা করেন দেশ-বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে।পত্র-পত্রিকায় লেখালেখি করার পাশাপাশি ওনি বিভিন্ন টেলিভিশন টকশোতে নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকেন।