সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও-কে নাগরিক সংবর্ধনা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫ নিজস্ব প্রতিবেদক :সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও-কে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তারেক এ. আদেল। ব্যবস্থাপনা পরিচালক : জাহাঙ্গীর মোঃ আদেল এ্যন্ড কো: লিমিটেড। ড. কলিমউল্লাহ গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার অতন্দ্র প্রহরী, নির্বাচনের ফেরিওয়ালা, মেধাকে সম্মান করা তার চারিত্রিক বৈশিষ্ট্য, নির্ভীকভাবে শিখিয়েছেন দেশের সাধারণ শিক্ষার্থী থেকে সেনাপ্রধান পর্যন্ত, শক্তিশালী প্রতিবেশী ভারতের সাথে দেশের সীমারেখার রহস্য উন্মোচন করতে নির্ভীক, প্রতিবাদে চূড়ান্তত্যাগী বেরোবির আবু সাঈদের একজন দূরদর্শী-বিচক্ষণ শিক্ষক, সর্বোচ্চ প্রশাসনের অন্যায়কে ছাড় না দেওয়া ব্যতিক্রমী শিক্ষক, জাতির বিবেক হিসাবে দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন সর্বাগ্রে। তিনি দেশের জণগণের উপর আসন্ন অশনিসংকেতের বার্তা পৌঁছে দিচ্ছেন যথাসময়ে দিবারাত্রি। বারংবার পরিবর্তনশীল পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে সঠিক পথের দিকনির্দেশনাকারী এবং জাতীয় দায়িত্বে অটল। আজ ১০ই জানুয়ারি ২০২৫ দুপুর ১২:৩০ ঘটিকা“শারফুদ্দিন হাউস”বাসা নং ২৯,আবুল খায়রাত রোড, (ঐতিহাসিক তারা মসজিদ ও আরমানিটোলা গভর্নমেন্ট বয়েজ স্কুল এর বিপরীতে) এ অনুস্ঠানটি আয়োজিত হচ্ছে।ক্রাইম পেট্রোল. নিউজ পরিবারের পক্ষ্য থেকে স্যারের জন্য প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। SHARES পদন্নোতি বিষয়: