বরুড়া সাহার পদুয়া জাগ্রত তরুণ সংগঠন কর্তৃক ডাবল এল.ই.ডি টিভি কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুস্ঠিত

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

 

মোহাম্মদ মাসুদ মজুমদার : স্টাফ রিপোর্টার

কুমিল্লার বরুড়ার সাহার পদুয়া জাগ্রত তরুণ সংগঠন কর্তৃক ডাবল এল.ই.ডি টিভি কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাত ৮টায় বরুড়া পৌরসভার সাহার পদুয়া গ্রামে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির আজীবন সদস্য ও গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান গাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পৌরসভা পাঁচ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ্য বরুড়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন, বরুড়া মানব সেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মমিন উল্লাহ ভূইয়া, এবি ব্যাংক বরুড়া শাখার জুনিয়র অফিসার ও রক্তঋণ সামাজিক সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, বরুড়া আমরাতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ আমান, সংগঠনের উপদেষ্টা বিজয় শর্মা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহার পদুয়া জাগ্রত তরুণ সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন সুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন মা ডেকোরেটর এন্ড লাইটিং হাউজ স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন, সংগঠনের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, জয় শর্মা, মোবারক হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত টিমের সদস্যরা খেলায় অংশগ্রহণ করেন।