যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে অভিযোগ আর্জেন্টিনা দলের ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৪ নিজস্ব প্রতিনিধি ম্যাচের আগেই শিষ্যদের সতর্ক বার্তা দিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, কানাডার বিপক্ষে জেতা সহজ হবে না। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা ঠিকই জিতেছে তবে কঠিন লড়াইয়ের পর। আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে যে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪৯ মিনিট পর্যন্ত। এরপর আরেকবার লক্ষ্যভেদ করে চ্যাম্পিয়নদের শুভসূচনা ২-০ ব্যবধানে। ম্যাচ জিতলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির অসন্তোষ মাঠ নিয়ে। যুক্তরাষ্ট্রের মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামের পিচ কৃত্রিম ঘাস দিয়ে তৈরি। যা খেলোয়াড়দের ভালো খেলায় ছেদ পড়েছে। এ ধরণের মাঠ কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য উপযুক্ত নয় জানিয়ে স্কালোনি বলেছেন,’সম্মান রেখেই বলছি, ভাগ্য ভালো যে আমরা জিতেছি। সাত মাস আগেই জানা ছিল, এই মাঠে আমরা খেলব। কিন্তু তারা টার্ফ পরিবর্তন করেছে দুই দিন আগে।’ স্কালোনি আরও বলেছেন,’এটা কোনো অজুহাত নয়। স্টেডিয়াম খুবই সুন্দর। সিনথেটিক টার্ফ অবশ্যই দর্শনীয়। তবে আজকের মাঠ এই ধরনের খেলোয়াড়দের জন্য উপযুক্ত নয়।’ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের কণ্ঠেও ছিল বাজের মাঠের ক্ষোভ,’এখানে শক্তিশালী কানাডার বিপক্ষে ভালো সব ফরোয়ার্ড নিয়ে খেলেছি। এই মাঠ ভীষণ বাজে আর এটা আমাদের কাজ কঠিন করে তুলেছিল। এই দিকটায় আমাদের উন্নতি করতে হবে। নয়তো সবসময় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নিচেই থাকবে কোপা আমেরিকা।’ SHARES খেলাধুলা বিষয়: #যুক্তরাষ্ট্র
ম্যাচের আগেই শিষ্যদের সতর্ক বার্তা দিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, কানাডার বিপক্ষে জেতা সহজ হবে না। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা ঠিকই জিতেছে তবে কঠিন লড়াইয়ের পর। আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে যে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪৯ মিনিট পর্যন্ত। এরপর আরেকবার লক্ষ্যভেদ করে চ্যাম্পিয়নদের শুভসূচনা ২-০ ব্যবধানে।
সাত মাস আগেই জানা ছিল, এই মাঠে আমরা খেলব। কিন্তু তারা টার্ফ পরিবর্তন করেছে দুই দিন আগে।’ স্কালোনি আরও বলেছেন,’এটা কোনো অজুহাত নয়। স্টেডিয়াম খুবই সুন্দর।
সিনথেটিক টার্ফ অবশ্যই দর্শনীয়। তবে আজকের মাঠ এই ধরনের খেলোয়াড়দের জন্য উপযুক্ত নয়।’ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের কণ্ঠেও ছিল বাজের মাঠের ক্ষোভ,’এখানে শক্তিশালী কানাডার বিপক্ষে ভালো সব ফরোয়ার্ড নিয়ে খেলেছি। এই মাঠ ভীষণ বাজে আর এটা আমাদের কাজ কঠিন করে তুলেছিল। এই দিকটায় আমাদের উন্নতি করতে হবে।