মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক পূর্ণ

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

 

সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে এখনো ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ । তারই মাঝে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন।

ডেন পিটের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রিভার্স সুইপ করলেন মুশফিকুর রহিম। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। তাতে পূর্ণ হয়ে গেল অভিজ্ঞ ডানহাতি ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের। মিস্টার ডিপেন্ডেবল ৬০০০ রান করতে ৩৮.৪৮ গড়ে খেলেছেন ৯৩ টেস্ট করেছেন ১১ টি ও ২৭ টি হাফ সেঞ্চুরি যার মধ্যে ৩ বার সেঞ্চুরিকে রুপান্তরিত করেছেন ডাবল সেঞ্চুরিতে।
আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ক্রিজে অপরাজিত আছেন মুশফিক ও মাহমুদুল হাসান জয় (৩৮)। ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০১ রান, এখনও তারা সফরকারীদের চেয়ে ১০১ রানে পিছিয়ে। মুশফিক অপরাজিত আছেন ৩১ রানে, ২৮ রান করা অবস্থায়ই টেস্টে তার রান ৬০০০ হয়েছে। মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল ৩৯ রান।

তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১১ রানে আউট হয়ে যান মুশফিক। ফলে সেই মাইলফলক স্পর্শ করতে তাকে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। টেস্টে ৬০০০ রান করতে মিস্টার ডিপেন্ডেবল খেলেছেন ৯৩ টেস্ট। এখন পর্যন্ত ৩৮.৪৮ গড়ে ফরম্যাটটিতে তার রান ৬০০৩। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন মুশফিক। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন।
এ তালিকায় তার পরই অবস্থান তামিম ইকবালের। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক ৭০ টেস্টে ৫১৩৪ রান করেছেন। ১০ সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসান আছেন তিন নম্বরে। চলমান টেস্ট দিয়ে ফরম্যাটটিকে বিদায় বলতে চাওয়া এই অলরাউন্ডার ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন। এই ফরম্যাটে ৫ সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন সাকিব।
এদিকে এ টেস্ট ইনিংস হারের শংকা এখনো রয়েছে।