আবার ম্যানইউর ডাক কিশোর ফুটবলারদের ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, মে ১, ২০২৪ ফাইল ছবি নিজস্ব প্রতিনিধি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের একাডেমিতে অনুশীলন, তাদের শীর্ষ ফুটবলাদের সামনাসামনি দেখা, কথা বলা; ওল্ড ট্র্যাফোর্ডে বসে ম্যাচ দেখা- এসবই আবার সত্যি হতে চলেছে বাংলাদেশের একদল কিশোর ফুটবলারদের। তারা কারা তা অবশ্য এখনো চুড়ান্ত হয়নি। সেটি হবে আগামী ১ ও ২ মে ‘ইউনাইটেড উই প্লে’- প্রতিভা বাছাই কার্যক্রমে। শেখ জামাল ধানমন্ডী ক্লাবের মাঠে হবে এ আয়োজন। এর মধ্যেই সারা দেশ থেকে এক হাজারের বেশি আগ্রহী উঠতি ফুটবলাররা নিবন্ধন করেছে তাতে। নিবন্ধনের সুযোগ আছে এখনো। নিবন্ধন করতে হবে এই লিংকে গিয়ে https://shorturl.at/ny125। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পৃক্ততার অংশ হিসেবে অ্যাপোলো টায়ার্স ক্লাবটির গ্রাসরুট ফুটবলের এই কার্যক্রমে বাংলাদেশে পরিচালনা করছে। ফুটবলাররা এতে অংশ নিয়ে নিজেদের প্রতিভা দেখানোর পাশাপাশি বৈশ্বিক কোচিং পদ্ধতির সঙ্গেও পরিচিত হতে পারবে। ক্যাম্পটি পরিচালনা করবেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। এর আগে আরব আমিরাত, ভারত, নেপাল, থাইল্যান্ডে হয়েছে এ কার্যক্রম। প্রায় একইরকম কার্যক্রম হয়েছে এর আগে বাংলাদেশেও। ২০১২ ও ২০১৪ সালে সেই উদ্যোগ ছিল এয়ারটেলের। বাছাইকৃত কিশোর ফুটবলাররা ম্যানচেস্টার ঘুরেও আসে। SHARES খেলাধুলা বিষয়: কিশোর ফুটবলারক্লাবম্যানইউর ডাকম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের একাডেমিতে অনুশীলন, তাদের শীর্ষ ফুটবলাদের সামনাসামনি দেখা, কথা বলা; ওল্ড ট্র্যাফোর্ডে বসে ম্যাচ দেখা- এসবই আবার সত্যি হতে চলেছে বাংলাদেশের একদল কিশোর ফুটবলারদের। তারা কারা তা অবশ্য এখনো চুড়ান্ত হয়নি। সেটি হবে আগামী ১ ও ২ মে ‘ইউনাইটেড উই প্লে’- প্রতিভা বাছাই কার্যক্রমে। শেখ জামাল ধানমন্ডী ক্লাবের মাঠে হবে এ আয়োজন।
এর মধ্যেই সারা দেশ থেকে এক হাজারের বেশি আগ্রহী উঠতি ফুটবলাররা নিবন্ধন করেছে তাতে। নিবন্ধনের সুযোগ আছে এখনো। নিবন্ধন করতে হবে এই লিংকে গিয়ে https://shorturl.at/ny125। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পৃক্ততার অংশ হিসেবে অ্যাপোলো টায়ার্স ক্লাবটির গ্রাসরুট ফুটবলের এই কার্যক্রমে বাংলাদেশে পরিচালনা করছে।
ফুটবলাররা এতে অংশ নিয়ে নিজেদের প্রতিভা দেখানোর পাশাপাশি বৈশ্বিক কোচিং পদ্ধতির সঙ্গেও পরিচিত হতে পারবে। ক্যাম্পটি পরিচালনা করবেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। এর আগে আরব আমিরাত, ভারত, নেপাল, থাইল্যান্ডে হয়েছে এ কার্যক্রম। প্রায় একইরকম কার্যক্রম হয়েছে এর আগে বাংলাদেশেও।