চৌমুহনীতে যানজট নিরসনে নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ ; আগুনে পুড়ানো হলো ভ্যান গাড়ি

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

 

মো মহসিন
বেগমগঞ্জ নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী বাজার দিন দিন হয়ে উঠছে যানজটের বাজার।
বাজারের উপর দিয়ে যাওয়া লক্ষ্মীপুর ফেনী মহাসড়কের কারনে দিনের বেশির ভাগ সময়েই যানজট লেগেই থাকে এই ব্যস্ত নগরীতে।

যানজট নিরসনে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও চৌমুহনী পৌরসভা প্রশাসন একাধিক উদ্যোগ নিলেও তা দুই একদিনের বেশি প্রভাব পড়ে না।
এ বিষয়ে আইনশৃঙ্খলা সহ প্রশাসন বারবার বৈঠক করলেও তা কার্যকর হয়না ভাসমান সবজি, ফল ও রাস্তার উপর ভ্যান গাড়ি নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য।

আর তাই আজ বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান যানজট নিরসনে এক ব্যতিক্রমধর্মী অভিযান পরিচালনা করেন, মহাসড়কে দাড়িয়ে ব্যবসা করার সময়ে কিছু ভ্যান গাড়ি ও রাস্তার উল্টো দিক থেকে আসা ও ব্যস্ত জায়গায় পার্কিং করা কিছু সিএনজি এর সিট নিয়ে এসে আগুনে ধ্বংস করা হয়েছে।
এসময়ে নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন অবৈধ রাস্তার উপর ব্যবসা করা এসব ভ্যান গাড়ি ফেরত পেতে যেসকল রাজনৈতিক ব্যক্তি তদবির করবে তাদের বিষয়ে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যানজট নিরসনে এই অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।