মোহাম্মদ সাহাবুদ্দিন ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত।

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাঁকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মাত্র একজনের মনোনয়নপত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজকেই প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি হিসেবে তার নাম দাখিল করেন।