আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ওপর বিদেশিদের কোনো চাপ নেই ঃ আইনমন্ত্রী আনিসুল হক ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৩ বিশেষ প্রতিনিধি ঃ আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ওপর বিদেশিদের কোনো চাপ নেই। তিনি বলেন, “বিদেশিরা যদি (নির্বাচন সম্পর্কে) জানতে চায়, তাহলে তাদের বলতে আমাদের আপত্তি নেই; কারণ আমরা হত্যা বা মিথ্যার রাজনীতি করি না। আমরা কিছু গোপন করি না, তাই কূটনীতিকদের জানাতে আমাদের কোনো আপত্তি ও দ্বিধা নেই”। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। আনিসুল হক বলেন, দেশ স্বাধীন হওয়ায় দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও পরামর্শ তারা শুনবেন না। “স্বাধীন দেশের নাগরিকদের জন্য যা ভালো তা আমরা করব”। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা চাই সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক”। তিনি আরও বলেন, “আমরা সংবিধানের বাইরে যাব না। সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন হবে। আমরা চাই বাংলাদেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে কে নির্বাচনে অংশ নেবে, আর কে নেবে না, সেটা রাজনৈতিক দলগুলোর ব্যাপার”। SHARES রাজনীতি বিষয়: