কুমিল্লার দেবিদ্বার উপজেলা ভূমি অফিসের আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ-২০২৩” উদ্বোধন। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩ কুমিল্লা প্রতিনিধি : স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশেই শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ-২৩। চলবে ২২ মে সোমবার থেকে ২৮মে রোববার পর্যন্ত। এ উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এর আগে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনে প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনারেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড’ এবং স্মার্ট ভূমি-পিডিয়া’ উদ্বোধন করেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাধারণ জনগণের ভোগান্তি কমাতে উপজেলা পর্যায়ে ভূমি সেবায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর। এছাড়াও ভূমি অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন করার ব্যবস্থা গ্রহণ, নামজারি/জমাভাগ/খারিজ করতে মোট খরচ এক হাজার একশত সত্তর টাকা লিখিত সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা গ্রহণ এবং এসব সেবার ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ বিভিন্ন কাজ করতে পারে সেজন্য এক ঠিকানায় সব ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে ‘ভূমি সেবা প্ল্যাটফর্ম। ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে, সেগুলোকে জনগণের মধ্যে পরিচিত করাতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাছরিন সুলতানা, সার্ভেয়ার মো. ইব্রাহীম খলিল, অফিস সহকারি মো. শাকিলা আক্তার, মো. আবদুল জলিল, পৌর ভূমি অফিসের নায়েব মো. আলা উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। SHARES জাতীয় বিষয়: