রূপগঞ্জে হানাদার মুক্ত দিবসে সভা \ শোভাযাত্র

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ মোঃআবু কাওছার মিঠু

হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে গতকাল ১৩ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসুচি পালন করে।

কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন, আবৃতি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ। রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কামরুল হাসান মারুফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ, উপজেলা কৃষি অফিসার ফাতেহা ন‚র, সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ দাস বিশু, বীর মুক্তিযোদ্ধা মারফত আলী, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ। পরে শোভাযাত্রা নিয়ে স্থানীয় প্রধান সড়ক তারা প্রদক্ষিণ করে। মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

উল্লেখ ১৯৭১ সালে দীর্ঘ ৯মাস পাকিস্তান হানাদারের সঙ্গে গেরিলা যুদ্ধ করে ১৩ডিসেম্বর রূপগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয়।###

তাং-১৩-১২-২০২২ ইং