সশস্ত্র বাহিনীর সাত কর্মকর্তাকে বদলি ও প্রেষণে পদায়ন করে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন জারি।

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনীর সাত কর্মকর্তাকে বদলি ও প্রেষণে পদায়ন করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিইউপির কলেজ পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়াকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার জায়গায় পদায়ন করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান মজিবকে। এই ঊধ্বর্তন সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া বিইউপির পরিচালক (প্রশাসনিক শাখা) কর্নেল এ এস এম বদিউল আলমকে সেনাবাহিনী প্রত্যাবর্তন এবং কর্নেল এস এম সাইফুল ইসলামকে বিইউপির পরিচালক (প্রশাসনিক শাখা) করা হয়।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, বিইউপির প্রধান প্রকৌশলী কর্নেল মো. জিল্লাল হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। এছাড়া তেজগাঁও সিভিল এভিয়শেন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডজুটেন্ট স্কোয়াড্রন লীডার গাজী মো. সালাহউদ্দিনকে বিমানবাহিনীতে প্রত্যাবর্তন এবং স্কোয়াড্রন লীডার মাহবুবুর রহমানকে তেজগাঁও সিভিল এভিয়শেন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডজুটেন্ট করা হয়েছে। এই বিমান কর্মকর্তার চাকরি প্রেষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।