সরকারকে ঋণের প্রথম কিস্তি ৫৫ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করেছে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩ স্টাফ রিপোর্টার : সরকারকে ঋণের প্রথম কিস্তি পরিশোধ করেছে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ। প্রথম কিস্তিতে ৫৫ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করে, এমআরটি লাইন-৬ নির্মাণের জন্য নেয়া ঋণ পরিশোধ শুরু করলো ঢাকা মেট্রোরেল। সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋণের প্রথম কিস্তি হিসেবে ৫৫ কোটি ২৯ লাখ ৭৬ হাজার ৬০ টাকার চেক গ্রহণ করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার হাতে চেক হস্তান্তর করেন। এছাড়া, পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি এ সময় পরিশোধ করা হয়। পদ্মা সেতু ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি হিসেবে, ওবায়দুল কাদেরের কাছ থেকে ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বৈঠকের পর প্রেস ব্রিফিং-এ মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, “পদ্মাসেতু ঋণের ৩য় ও ৪র্থ কিস্তি হিসেবে প্রধানমন্ত্রীর কাছে ৩১৬ কোটি টাকা এবং মেট্রোরেল ঋণের ১ম কিস্তি হিসেবে ৫৫ কোটি টাকা জমা দেয়া হয়েছে।” উল্লেখ্য, ২০২৩ সালের ৫ এপ্রিল পদ্মা সেতু ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি সরকারকে পরিশোধ করা হয়। SHARES অর্থনৈতিক বিষয়: