বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. খুরশীদ আলম। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩ স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে পদোন্নতি পেয়েছেন জেনারেল সাইডের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম। রোববার (৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। মো. খুরশীদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের স্নাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তীসময়ে এমবিএ ডিগ্রিও অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। খুরশীদ আলম ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষিঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। খুরশীদ আলম দাপ্তরিক কাজে ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। খুরশীদ আলমের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। SHARES পদন্নোতি বিষয়: