কিয়েভে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩ ইউক্রেনীয় বাহিনী রাতভর দুই ডজনেরও বেশি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৫টি ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, বেশ কয়েকটি ড্রোন বিভিন্ন দিক থেকে কিয়েভের দিকে ছুটে আসে, এর পরেই রুশ টিইউ-৯৫ বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। কিয়েভে সবচেয়ে বড় এই রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছে বলে কর্মকর্তারা বলেছেন। বিমান প্রতিরক্ষার মাধ্যমে ধ্বংস করা ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বেশ কয়েকটি ভবনে গিয়ে পড়েছিল। টেলিগ্রাম মেসেজিং সার্ভিসে মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, হামলায় একটি অনাবাসিক বিল্ডিংয়ে দুজনের মৃতদেহ পাওয়া গেছে এবং একজন আহত হয়েছে। শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বুধবার টেলিগ্রামে বলেছেন, ‘এর আগে কিয়েভ এত শক্তিশালী আক্রমণের শিকার হয়নি। রাশিয়া ড্রোন এবং মিসাইল ব্যবহার করে বিশাল সম্মিলিত আক্রমণ শুরু করেছে।’ ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘২৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৫টি আক্রমণকারী ইউএভি (মানুষবিহীন আকাশযান) ধ্বংস করা হয়েছে। তারা আরো জানায়, রুশ বাহিনী মোট ৪৪টি ‘প্রজেক্টাইল’ মোতায়েন করেছে। সূত্র : আলজাজিরা SHARES আন্তর্জাতিক বিষয়: