ঢাবির শহীদুল্লাহ হলের সামনে পড়ে ছিল যুবকের মরদেহ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩ নিজস্ব প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আলী মণ্ডল বলেন, খবর পেয়ে ঢাবির শহীদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অচেতন যুবককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ওই যুবক মাদকাসক্ত ছিল, অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এসআই মো. ফারুক আলী বলেন, সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। SHARES জাতীয় বিষয়: #দুর্ঘটনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আলী মণ্ডল বলেন, খবর পেয়ে ঢাবির শহীদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অচেতন যুবককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ওই যুবক মাদকাসক্ত ছিল, অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এসআই মো. ফারুক আলী বলেন, সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।